× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীয়ায় বানার নদের মাটি বিক্রি হচ্ছে অন্য উপজেলার ইটভাটায়

এম এ কালাম, ময়মনসিংহ

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৩ পিএম । আপডেটঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

সরকারী মাটি। নদ খনন করে তীরে রাখা হয়েছে।সেই মাটি বিক্রি হচ্ছে অন্য উপজেলার ইটভাটাগুলো। স্থানীয় প্রশাসন সব জেনেও নিচ্ছেন না কোন ব্যবস্থা। ৭ দিন ধরে প্রতিদিন রাতে ১০ চাকার কমপক্ষে ১৮/২০ ট্রাকে পরিবহন হচ্ছে সরকারী মাটি।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাটুলী গ্রামের বানার নদের মাটি ১০ চাকা ভারীযানে পরিবহনের ফলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক।

শিবগঞ্জ বাজারের থানার দালাল হযরত টাকা দিয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সাংবাদিক ম্যানেজের কথা বলে ইটভাটাগুলোর নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে ৭ দিন ধরে অন্য উপজেলা ঘাটাইল, মধুপুর ও সখিপুরের ইটভাটায় প্রতিদিন ১৮/২০ টি ১০ চাকার ট্রাকে করে বিক্রি করছে। রাতভর ভারীযানে করে মাটি পরিবহনে ভাংছে গ্রামীণ সড়ক। ধুলুবালি ও উচ্চ শব্দে দূষিত হচ্ছে পরিবেশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ২ দিন আগে থানা থেকে পুলিশ এসে বেকুর ড্রাইভারসহ দুজনকে আটক করে বেকুর চাবিসহ নিয়ে গেলেও অজ্ঞাত কারনে পরের দিন থেকে আবার মাটি কাটা চলছে। স্থানীয়দের অভিযোগ, সরকারী মাটি কাটা নিয়ে কথা বললে মাটির দালালরা থানা পুলিশ দিয়ে মামলার ভয় দেখায়। সরকারী কর্মকর্তারা জনগন ও সরকারের স্বার্থ দেখে না দেখে দালালের স্বার্থ। 

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান আটকের বিষয়টি স্বীকার কারে জানান, মাটি কাটার না শর্তে তাদের ছেড়ে দেয়া হয়েছ। জড়িতদের কারো মোবাইল নাম্বার দেন আমি বিষয়টি দেখছি। 

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম জানান, ৭ দিন ধরে চলছে কি না জানি না। তবে সহকারী কমিশার ভূমিকে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.