× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরাইলে অপ-সাংবাদিকতা রোধে আলোচনা সভা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আইনশৃঙ্খলা অন্তর্ভুক্ত তিনটি সাংবাদিক সংগঠন সরাইল প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটি এবং টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ভুয়া সাংবাদিক ও অপ-সাংবাদিকতা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সরাইল প্রেসক্লাবে  সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সকালের সময় প্রতিনিধি মোঃ শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, সরাইল রিপোর্টাস ইউনিটির সভাপতি দৈনিক ভোরের পাতা প্রতিনিধি নূরুল হুদা ও সহ-সভাপতি বাংলা টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম সুমন, সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক বিজয় টিভি প্রতিনিধি মোঃ মাসুদ মিয়া। 

আলোচনা সভায়, পেশাদার সাংবাদিকতা ভাবমূর্তি রক্ষায় ও ভুয়া সাংবাদিক এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধের জন্য সকলেই স্বস্ব বক্তব্য তুলে ধরেন এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধ করার জন্য সকল প্রকৃত সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। 

এসময় সরাইল প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকা প্রতিনিধি শামসুল আরেফিন ও সরাইল উপজেলা প্রেসক্লাবে কার্যকরী সদস্য ও দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোঃ রিমন খান উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.