× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দরকার জনগণের সরকার : বরকত উল্যাহ বুলু

মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, 'সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন। ন্যূনতম সংস্কার শেষ করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আপনারা ব্যর্থ।

আজ(৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার হোমনা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হোমনা উপজেলা ও পৌরসভার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বুলু বলেন, আমরা আপনাকে শ্রদ্ধা করি। আপনি সারাবিশ্বের সম্মানিত ব্যক্তি। আপনি কীভাবে বলতে পারলেন ছাত্ররা একটি রাজনৈতিক দল করবে, আপনার মুখে এ কথা শোভা পায় না!

তিনি আরও বলেন, আমরা গত ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথের আন্দোলন করেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে। আমরা বাবার সম্পত্তি, স্ত্রীর গহনা বিক্রি করে জীবন যাপন করেছি। আমরা আমাদের বাবা, ভাই বোন ভাইয়ের জানাজা পড়তে পারি নাই। ১৭ বছর বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারিনি। এক মাসে ওই আন্দোলন হয় নাই, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তারেক রহমান লন্ডনে বসে আন্দোলনের ফর্মুলা দিয়েছেন। আমরা দেখেছি শেখ হাসিনার আমল কখন র‍্যাবে ধরে নিয়ে যাবে কখন ডিবি ধরে নিয়ে যাবে কখন পুলিশ ধরে নিয়ে যাবে ডিজিএফআই ধরে নিয়ে যাবে। তারপর তো আয়নাঘর আছেই নানান মন্তব্য করেন তিনি।

হোমনা উপজেলা ও পৌরসভা বিএনপির ওই দ্বিবার্ষিক সম্মেলনে হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।

উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. শাহ আলম হিমেলের উপস্থাপনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মাহফুজুল ইসলাম, কুমিল্লা উত্তর উপজেলা বিএনপির  আহ্বায়ক মো. আকতার হোসেন  সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মূন্সি,  কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী মাকসুদা আক্তার রীমা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ,মেঘনা উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক ওয়াদুদ ভুইয়া, হোমনা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাম্মেলল হক মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দ্বিতীয় অধিবেশনে দ্বি-বাষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা মোহাম্মদ মহিউদ্দিন কে সভাপতি ও মোজাম্মেল হক মকুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে। এছাড়া সানাউল্লা কে সভাপতি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কে পৌর পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব দেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.