× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীতে বিএনপি নেতার উপর যুবদলকর্মীর হামলা

রাজশাহী ব্যুরো।

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারি) কর্মী সমাবেশের আয়োজন করা হয় রাজশাহীর গোদাগাড়ীতে। উপজেলার পিরিজপুর হাইস্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রাজশাহী-১ আসনের দলটির মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দীনের অনুসারীদের হামলার শিকার হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। আজ (৮ ফেব্রুয়ারি) বিকেলে আব্দুস সালাম শাওয়াল তার নিজ বাড়ী থেকে জিয়া ফাউন্ডেশনের সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকারকে সঙ্গে নিয়ে প্রাইভেট কার যোগে সমাবেশে যাচ্ছিলেন। আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব নিজে প্রাইভেট কারের চালক ছিলেন।

তারা বারো মাইল এলাকায় পৌছলে ১০/১৫ জনের একটি দল লাঠিশোঠা ও লোহার রোড নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় তারা গাড়ীতে ইটপাটকেলও নিক্ষেপ করে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল আহত হন। তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়ভাবে তিনি চিকিৎসা নেন।

আজকের কর্মসূচীতে আমরা আসার সময় তার অনুসারীরা হামলা চালিয়েছে। আমি তার বিরুদ্ধে কেন্দ্র অভিযোগ করেছিলাম এই কারণেই হামলা হতে পারে।

তিনি বলেন, গত ১৫ বছর যারা এলাকায় আসেনি, যারা নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ খবর নেয়নি তারাই গত ৫ আগস্টের পর এলাকায় এসে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যবহার করে বিএনপি দখলের চেষ্টা করছে। সন্ত্রাসীদের দিয়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের উপর হামলা করছে। বিএনপির নেতাকর্মীরা এর জবাব দিবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকার বলেন, আজকের হামলাটি শরীফ গ্রুপের যুবদল নেতারা করেছে। এর আগে একাধিকবার এ ধরণের হামলা হয়েছে। এ ধরণের বারবার হামলা ভালো কাজ নয়। এই বিষয়ে কি করনীয় তা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিবো বলেও জানান তিনি।

গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন বলেন, বারো মাইল মোড়ে বিএনপির নেতার গাড়িতে মামলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারিরা চলে যায়। এ ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে হামলাকারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়ালের উপর হামলার কারণে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর দোয়া মাহফিল ও সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও জিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। প্রধান বক্তা ছিলেন, জিয়া ফাউন্ডেশনের সহকারী সচিব আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল।

সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া খায়ের করা হয়। পরে গরীর দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সমাবেশে জিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব বলেন, এ হামলার ঘটনায় কোন ছাড় দেওয়া হবে না। আইনগত এবং সাংগঠনিক দুইভাবেই এ ঘটনার মোকাবেলা করা হবে। এ ঘটনায় নেতাকর্মীদের ভীত বা বিচলিত না হওয়ার অনুরোধ করেন তিনি।

আনারুল সরকার বলেন, আজকের হামলাটি শরীফ গ্রুপের যুবদল নেতারা করেছে। এর আগে একাধিকবার এ ধরণের হামলা হয়েছে

এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশসহ যত বার কর্মসূচী নিয়েছি তত বারই আমাদের উপর হামলা করা হয়েছে। এ থেকে বুঝা যায় শরীফ উদ্দিন আমাদের নেতা তারেক রহমানের বিপক্ষে অবস্থান নিয়েছে। এর জবাব তারেক রহমানই দিবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.