× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৈনিক সংবাদ সারা‌বেলা প‌ত্রিকার সাংবা‌দিক দে‌লোয়ার হো‌সেন আর নেই

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

দৈনিক সংবাদ সারা‌বেলা পত্রিকার দিনাজপুরের ‌জেলা প্রতিনিধি ‌দে‌লোয়ার হো‌সেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। শ‌নিবার (৮ ‌ফেব্রুয়ারী) সন্ধ‌্যা সা‌ড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পি‌জি হাসপপতা‌লে মারা যান তিনি।

দিনাজপুর প্রেস ক্লা‌বের সহসভাপ‌তি কংকন বর্মন জানান, ‌দে‌লোয়ার হো‌সেন তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রে‌খে গে‌ছেন। তি‌নি দিনাজপুর প্রেস ক্লা‌বের দপ্তর সম্পাদক ছি‌লেন।

আজ (৯ ফেব্রুয়ারী) বাদ জোহর কল‌্যাণপুর শ‌হিদ মিনার মা‌ঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তা‌কে শ‌হিত বু‌দ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

সাংবাদিক ‌দে‌লোয়ার হো‌সে‌নের মৃত্যুতে রংপুর সি‌টি প্রেস ক্লা‌বের দপ্তর সম্পাদক ও সংবাদ সারা‌বেলা প‌ত্রিকার রংপুর ব‌্যু‌রো প্রধান কামরুল হাসান টিটু গভীর শোক প্রকাশ ক‌রে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহু‌মে রু‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.