দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার দিনাজপুরের জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। শনিবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পিজি হাসপপতালে মারা যান তিনি।
দিনাজপুর প্রেস ক্লাবের সহসভাপতি কংকন বর্মন জানান, দেলোয়ার হোসেন তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন। তিনি দিনাজপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন।
আজ (৯ ফেব্রুয়ারী) বাদ জোহর কল্যাণপুর শহিদ মিনার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে শহিত বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
সাংবাদিক দেলোয়ার হোসেনের মৃত্যুতে রংপুর সিটি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও সংবাদ সারাবেলা পত্রিকার রংপুর ব্যুরো প্রধান কামরুল হাসান টিটু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমে রুহের মাগফেরাত কামনা করেন।