× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে চট্টগ্রামের আলোচিত সাবেক এমপি নদভী

বাকি বিল্লাহ চৌধুরী, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) প্রতিনিধি।

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

হত্যা মামলায় চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ  (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নগরীর পাঁচলাইশ থানার একটি হত্যা মামলায় সাবেক এমপি নদভীর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

আদালত সূত্র জানিয়েছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য নদভীকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে ফের তাকে কারাগারে পাঠানো হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নদভীর বিরুদ্ধে জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকায় গত ১৫ ডিসেম্বর গ্রেফতার হন নদভী। গত ২২ জানুয়ারি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে লোহাগাড়া ও সাতকানিয়া থানার পৃথক দুই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে ২৬ জানুয়ারি চান্দগাঁও থানার পৃথক দুই মামলায় দুইদিন করে চারদিনের রিমান্ডে পায় পুলিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.