তরুণদের ক্ষমতায়ন ও সামাজিক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে উৎসাহিত করতে ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো "ইয়ুথ অ্যাডভোকেসি চ্যাম্পিয়ন ট্রেনিং ২০২৫"। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি ৮ ও ৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের কারিতাস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ১৪-২৩ বছর বয়সী ৪৫ জন তরুণ অংশগ্রহণ করেন, যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। কর্মশালার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা নীতি নির্ধারণে অংশগ্রহণ, অ্যাডভোকেসি কৌশল, এবং কার্যকর প্রচারণা পরিচালনার উপর হাতে-কলমে অভিজ্ঞতা লাভ করেন।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ইউনিসেফ বাংলাদেশের ইয়ুথ অ্যাডভোকেসি চ্যাম্পিয়ন ট্রেইনার আহনাফ সাফিন। কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য ছিল দলগত কার্যক্রম, অভিজ্ঞতামূলক গেম, এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণদের উদ্দেশ্যে আহনাফ সাফিন বলেন, "আমাদের সমাজে পরিবর্তন আনতে হলে কেবল অভিযোগ করলেই চলবে না, সঠিক পরিকল্পনা ও অ্যাডভোকেসির মাধ্যমে কার্যকর সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। তরুণদের অংশগ্রহণই আগামী দিনের সমাজ গঠনের চাবিকাঠি।"
প্রশিক্ষণ সম্পন্নকারী সকল অংশগ্রহণকারীদের হাতে তুলে দেয়া হয় ইউনিসেফ-এর অ্যাডভোকেসি গাইড মডিউল, ওয়ার্ক প্লান এবং সার্টিফিকেট।
আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা তরুণরা তাদের নিজ নিজ কমিউনিটিতে ব্যবহার করবে এবং সামাজিক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখবে।