× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইগাতীতে বাঁধ নির্মাণ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি

আতিকুর ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ‌|

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুর জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান ও প্রস্তাবিত কার্যক্রমের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়। আজ (১০ফেব্রুয়ারি) বিকেলে পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, শেরপুরের আয়োজনে উপজেলার ব্রীজপাড় এলাকায় এই গণশুনানির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা যুব দলের আহবায়ক মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ ভুক্তভোগী এলাকাবাসী।

উক্ত গণশুনানিতে বক্তারা মহারশি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খনন করে নাব্যতা ফিরিয়ে দেয়াসহ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবী জানান। গণশুনানিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা, ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.