সিলেটে অপারেশন ডেভিল হান্ট অভিযানে এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাসহ পাঁচজনকে আটক পুলিশ।
আজ (১০ ফেব্রুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ও নগরীর বাগবাড়ি এলাকার বিমল কান্তি দাসের ছেলে অয়ন দাস (২৭), ৩৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও শাহপরাণ বহর আবাসিক এলাকার মৃত জামিল আহমদের ছেলে জাহেদ আহমদ (৩৪), দক্ষিণসুরমা উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও লালারচক এলাকার বাসিন্দা আব্দুল খালিকের ছেলে আব্দুল জলিল তালুকদার, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ও মোগলাবাজার ইউনিয়নের মোউজপু রলাকার নারায়ণ চন্দ্রের ছেলে নয়ন আদিত্য (২৪) এবং সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সদর উপজেলার উমাইরগাঁও গ্রামের রুস্তুম আলীর ছেলে হাবিব (২৫)।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।