× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে উপজেলা-পৌর বিএনপির ৩ কমিটি গঠিন

এম এ কালাম, ময়মনসিংহ

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহের উত্তরে ফুলপুর ও তারাকান্দা উপজেলা বিএনপির তিনটি কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ প্রায় সোয়া দুই বছর পর এসব কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

আজ (১০ ফেব্রুয়ারি) দুপুরে কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য আব্দুস সাত্তার ভূইয়া।   

এর মধ্যে ৯৯ সদস্য বিশিষ্ট তারাকান্দা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার। অপরদিকে ৯৪ সদস্য বিশিষ্ট ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হয়েছেন হেলাল উদ্দিন হেলু এবং ফুলপুর পৌর বিএনপির কমিটি গঠিত হয়েছে ৯৭ সদস্য বিশিষ্ট। এই কমিটিতে আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মাহবুবুর রহমান মোস্তফাকে সদস্য সচিব করা হয়। 


এর আগে, রোববার রাতে নবগঠিত এই তিন কমিটি অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। 

  

সূত্র জানায়, ২০২২ সালের শেষ দিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অধিনস্থ সাতটি উপজেলা এবং পাঁচটি পৌরসভার কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন করা হয়। এরপর দীর্ঘ প্রায় সোয়া দুই বছর পর এই তিনটি কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো পাঁচটি উপজেলা (গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ধোবাউড়া ও হালুয়াঘাট) এবং চারটি পৌরসভার কমিটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ঢাকা পোস্টকে বলেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে একের পর এক কর্মসূচি থাকার কারণে কমিটি গঠনে সময় লেগেছে। তবে ইতোমধ্যে দুটি উপজেলা এবং একটি পৌর কমিটি হয়েছে। বাকি কমিটিগুলো আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বিএনপি নেতা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.