কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের ছিনতাই করে পালিয়ে যাওয়া সময় ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।
আজ (১০ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বিচ এলাকায় ছিনতাইকালে ট্যুরিস্ট পুলিশ বিশেষ টিম অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত'রা হলেন কক্সবাজার টেকনাফের বাহারছড়া এলাকার শমসুল আলম এর ছেলে মনসুর আলম (২২), শহরের পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনা এলাকার মৃত নুর মোহাম্মদ এর ছেলে মো: সোহেল (২০), চকরিয়া কচপাড়ার এলাকার সৈয়দ আলম এর ছেলে নুরল আলম (২৬)।
এ-সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৫শ টাকা, ১টি স্মার্টফোন ও ১টি ইজিবাইক উদ্ধার করে জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: আপেল মাহমুদ বলেন, গ্রেফতারকৃত'রা পেশাদার ছিনতাইকারী। তারা পর্যটকদের ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় আমাদের ট্যুরিস্ট পুলিশের গঠিত বিশেষ টিম তাদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পর্যটন এলাকায় কোনো ছিনতাইকারীকে ছাড় দেওয়া হবে না। ছিনতাইকারীদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।