ছবিঃ সংগৃহীত।
চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালকে বদলি,নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিবেন জাহেদুল ইসলাম।সাতকানিয়ায় পদায়নের পাঁচ মাসের মাথায় বদলির আদেশপ্রাপ্ত হন মোস্তফা কামাল খান।
গত রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে মুঠোফোনে আলাপকালে গণমাধ্যমকে বদলির বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ। সাতকানিয়ার নতুন ওসি জাহেদুল ইসলাম দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।তার বাড়ি রংপুরের সিটি এলাকায়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খানকে রাঙ্গুনিয়া মডেল থানায় বদলি করে সাতকানিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলামকে পদায়ন করা হয়।
এই বিষয়ে সাতকানিয়া থানায় পদায়নকৃত নতুন ওসি জাহেদুল ইসলাম বলেন, সাতকানিয়া থানার বদলির অর্ডার পেয়েছি।অতি শীগ্রই সেখানে যোগদান করবো ইনশাআল্লাহ। সাতকানিয়া থানার তদন্ত ওসি মোঃ আঃ মুন্নাফ জানান, বদলির বিষয়টি শুনেছি তবে এখনো পুরোপুরি তথ্য পাইনি। এছাড়াও একই আদেশে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদারকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ও রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিমকে জোরারগঞ্জ থানায় বদলি করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান এক আদেশে ইন্সপেক্টর মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সাতকানিয়া থানায় নতুন ওসি হিসাবে পদায়ন করেন এবং ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) সাতকানিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মোহাম্মদ মোস্তফা কামাল খান দায়িত্বভার গ্রহণ করেন।পদায়নের পাঁচ মাসের মাথায় তাকে সাতকানিয়া থানা থেকে বদলি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh