× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় সদ্য খালাসপ্রাপ্ত বিএনপি নেতা খোকনের মৃত্যুতে জাকারিয়া পিন্টুর শোক

সৌরভ কুমার দেবনাথ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।

১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় সদ্য খালাসপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা আজাদ হোসেন খোকন (৫২) ইন্তেকাল করেছেন। গতকাল (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঈশ্বরদী পৌরসভার কাচারীপাড়ায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

খোকন কাচারীপাড়ার পিয়ার আলী মন্ডলের ছেলে। তিনি শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

গত ৫ ফেব্রুয়ারি এ মামলায় ৪৭ নেতাকর্মীর সঙ্গে তিনিও খালাস পান। এর আগে ৫ বছর কারাভোগের পর গত বছরের ১২ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

আজাদ হোসেন খোকনের মৃত্যুতে একই মামলায় ফাঁসির দন্ড থেকে খালাসপ্রাপ্ত ও ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

শোকবার্তায় জাকারিয়া পিন্টু বলেন- ‘মাফিয়া সরকারের মিথ্যা মামলা ও ফরমায়েশী রায়ে আমি এবং খোকন একই সেলে ছিলাম। আমাদের জেলেই মৃত্যু হওয়ার কথা ছিল। আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে মুক্তি পেলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো গতকাল আমি মুক্তি পেলাম আজ খোকন মারা গেল। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মত নয়। খোকন আমার বাল্যবন্ধু ছিল। আপদ-বিপদের সাথী ছিল। কত স্মৃতি আছে একসাথের তা ভুলার নয়। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন’।  

উল্লেখ্য, ১৯৯৪ সালে ২৩ সেপ্টেম্বর তৎকালিন বিরোধী দল আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ট্রেন বহরে দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে যাওয়ার পথে ঈশ্বরদী জংশন স্টেশনে তাকে হত্যার উদ্দেশ্যে কথিত হামলা চালানো হয়। এই মামলায় গত ২০১৯ সালের ৩ জুলাই স্থানীয় বিএনপি’র শীর্ষ ৪৭ নেতাকর্মীকে দন্ড প্রদান করেন। এর মধ্যে ৯ জনকে ফাঁসি, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়। এরপর থেকে ৪৭ নেতাকর্মী কারাগারে বন্দি ছিলেন। 

ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গত ২৭ আগস্ট/২৪ সুপ্রিম কোর্টের হাইকোর্টের আপিল বিভাগ প্রথমে ৩০ নেতাকর্মীকে জামিনে মুক্তি দেন। তখন খোকন জামিনে মুক্তি পান। এরপর গত ৫ ফেব্রুয়ারি একই আদালত ফাঁসির ৯ জনসহ মামলার সকল আসামীকে খালাস দিয়ে রায় প্রদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.