বগুড়ার শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। (১২ ফেব্রুয়ারী) বুধবার দুপুর ৩টার দিকে খানপুর ইউনিয়নের সুবলী উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত দুই শিশুর নাম রবিউল (৪) সামিহা(৭) ।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের সুবলী উত্তরপাড়া গ্রামের রবিউল (৪) ও সামিহা (৭) নামের দুই প্রতিবেশী শিশু খেলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়। দুপুর সাড়ে ৩টার দিকে গ্রামের একজন মহিলা গোসল করতে গিয়ে পানিতে ভেসে থাকা রবিউলকে দেখতে পেয়ে চিৎকার করেন। এরপর স্থানীয়রা দ্রুত গিয়ে দুই শিশুকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসকরা শিশুদের মৃত ঘোষণা করেন।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের প.প. কর্মকর্তা ডা. সাজিদ হাসান লিংকন জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, তাদের মৃত্যু পানিতে ডুবেই হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আমরা এখনও কোনও তথ্য পাইনি, তবে তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।