× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার

মোঃ মোতালেব হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি।

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার হয়েছে। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সিংড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গোলাম রাব্বানী সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি এলাকার শোলাকুড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি আসমাউল হক।
জানা গেছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগে গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা করা হয়। তাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ২০২৪ সালে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়ের করা মামলায় গোলাম রাব্বানীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.