× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্রদের কমিটি বিরোধ এখন তুঙ্গে

চট্টগ্রাম ব্যুরো।

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সাতশোর অধিক ছাত্র -অছাত্র, অনুপ্রবেশকারী নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটি নিয়ে বিরোধ এখন তুঙ্গে। ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার পর দুপুর থেকে চট্টগ্রামের ইস্পাহানি মোর এলাকায় সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

সড়ক অবরোধের কারণে লালখান বাজার, টাইগার পাস,ওয়াসা মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে অনুরোধ করে একপাশের রাস্তা খুলে দিলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

সাড়ে তিনটার দিকে ফেসবুক স্টাটাস দিয়ে সতীর্থদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছেন সমন্বয়ক রাসেল আহমেদও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমন্বয়ক রাসেল আহমেদ তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বলেছেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে উদ্ভুত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান আজ সন্ধ্যার আগে করা না হলে আমি এবং সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সহযোদ্ধাসহ এই প্লাটফর্ম থেকে সরে যেতে বাধ্য হবো।'

এরআগে সংবাদ সম্মেলনে সমন্বয়ক ও নতুন কমিটির যুগ্ম আহবায়ক ( চট্টগ্রাম মহানগর)  সিয়াম ইলাহী বলেন, ' যাদের বিরুদ্ধে নারী সংগঠককে হেনস্তা ও চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেবার কথা তাদেরকেও কমিটির আহবায়ক করা হয়েছে। সাড়ে চারমাস ধরে অভিযোগের তদন্তের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কেন্দ্র থেকে। উল্টো অভিযুক্তদের কমিটির আহবায়ক বানিয়ে শহীদের রক্তের সাথে বেইমানি করা হলো। '

চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক যোবায়ের আলম মানিক বলেন,  ' সম্মুখসারীর যোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে। ইতিমধ্যে ঘোষিত কমিটির প্রায় শ'খানেক নেতা পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কমিটিতে আগুন্তকের সংখ্যা অনেক। ছাত্রলীগের কর্মীদের পুনর্বাসন করা হয়েছে।  আজকের মধ্যে বিষয়টি সুরাহা করা না হলে রাজপথেই এমন অপমানের শোধ নেয়া হবে। '

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রিজাউর রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ফাঁস হয়েছে মাসখানেক আগে। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এই বিষয়ে।  এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদকে অবরুদ্ধ করে আন্দোলনে আহতদের উপর হামলাও করেছিলেন রিজাউরের নেতৃত্বে থাকা 'ডট গ্যাং'। তাকেই চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক করা হয়েছে। রিজাউরের আরেক সহযোগী আরেফিনকে চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক করা হয়েছে। দক্ষিণ জেলা কমিটির আহবায়ক আরেক কেন্দ্রীয় সমন্বয়কের বন্ধু কোটায় পদ পেয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমন্বয়করা জানান,  ' রাউজান, ফটিকছড়ি, আনোয়ারা থেকে ছাত্রলীগের কর্মীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে নেয়া হয়েছে। অথচ সাবেক এমপি কুখ্যাত  ফজলে করিম ও ফারাজ করিমের বিচারের দাবি তোলা সহযোদ্ধাদের কমিটিতেই রাখা হয় নি। '

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  রিদুয়ান সিদ্দিকী, সাইফুল ইসলাম রুদ্র, নাফিজা সুলতানা অমি, আবদুর রহমান, আবুল বশির নাইম, ওমর ফারুক নয়ন'সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটারো জন সমন্বয়ক। এছাড়া সতীর্থদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন নতুন কমিটির মুখ্য সংগঠকসহ ( চট্টগ্রাম উত্তর জেলা)  নতুন কমিটিতে স্থান পাওয়া অনেকেই।

এদিকে, বিকেল সাড়ে চারটা পর্যন্ত  সড়ক অবরোধ করে চট্টগ্রাম নগরের ইস্পাহানি মোড় এলাকায়  অবস্থান করছিলো কমিটি বাতিলের দাবি তোলা শিক্ষার্থীরা। কেন্দ্র থেকে বিষয়টি সুরাহা করার প্রতিশ্রুতি দেয়া হলেও রাস্তা ছাড়েন নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.