× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোহোলিয়া নদীর তীর দখল করে ভূমিদস্যু আব্বাসের গড়া উঠা মৎস্য প্রকল্পে বনবিভাগের অভিযান, বাঁধ কেটে দিল

হোবাইব সজীব, কক্সবাজার প্রতিনিধি।

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কক্সবাজারের মহেশখালী চ্যানেলের  ছনুয়া রেঞ্জের উজানটিয়া ক্যাম্পের নিয়ন্ত্রিত মাতারবাড়ীর ভূমি দস্যু আব্বাস গংদের নেতৃত্বে কোহোলিয়া নদীর প্যারাবনের ভিতর অবৈধভাবে গড়ে উঠা চিংড়িঘের গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করেছে বনবিভাগ।

মুলত গত ১৩ ফেব্রুয়ারী সংবাদ সারাবেলায় কোহোলিয়া নদী দখল করে আব্বাসের মৎস্য প্রকল্প শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে বন বিভাগ। পরে শুরু করে উচ্ছেদ অভিযান। এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আজ (১৮ ফেব্রুয়ারী) পেকুয়ার ছনুয়া রেঞ্জাধীন উজানটিয়া ক্যাম্পের মহেশখালীর মাতারবাড়ী কোহোলিয়া নদী এলাকায় সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মুলত ১৬ ফেব্রুয়ারী থেকে টানা ৩দিন পর্যন্ত থেমে থেমে এ উচ্ছেদ অভিযান করেন বনবিভাগ।

বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম মোহাম্মদ বেলায়েত হোসেন এবং কক্সবাজার সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদের নির্দেশে বন বিভাগের চরে গড়ে উঠা বাঁধ কেটে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।


অভিযানে উপস্থিত ছিলেন, গোরকগাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী, ছনুয়া রেঞ্জ কর্মকর্তা শামসুল হক, মাতারবাড়ী বিট অফিসার, জেম এম ঘাট বিট অফিসার, ঝাপুয়া বিট অফিসার  ও স্টাফরা।


এ বিষয়ে ছনুয়া রেঞ্জ কর্মকর্তা শামসুল হক বলেন, গত ১৩ ফেব্রুয়ারী সংবাদ সারাবেলায় অনুসন্ধানী সংবাদ প্রকাশ হলে প্রকাশিত হলে বিষয়টি আমাদের নজরে আসে পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দখলকৃত চিংড়িঘেরের বাঁধ কেটে গুঁড়িয়ে দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। পরবর্তীতে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.