ময়মনসিংহে অবৈধভাবে গড়ে ওঠা সাতটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তিনটি ইটভাটার আংশিক ভেঙে দেওয়া হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সদরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালান পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
তিনি জাগো বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সদরের ওই সাতটি ইটভাটা অবৈধভাবে চলছিল। ফলে বিকেলে অভিযান চালিয়ে মোট ৪২ লাখ জরিমানাসহ তিনটি ইটভাটার আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সদরসহ জেলার অন্যান্য ইটভাটাগুলোতেও অভিযান চালানো হবে। অবৈধভাবে চলছে এমন ইটভাটায় জরিমানাসহ প্রয়োজনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক মাহবুবুল ইসলাম, মো. রুকন মিয়াসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।