× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতকানিয়ায় ইউপি সদস্যের উপর হামলা

জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের সাতকানিয়ায় নলুয়া ইউনিয়নের ইউপি সদস্য মোরশেদুল আলমের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নলুয়া ইউনিয়নের হাঙ্গরমুখ বাজার এলাকায় হামলারনঘটনা ঘটে।

আহত মোরশেদ (৪০) নলুয়া ইউনিয়নের হাঙ্গরমুখে বাজারের নিকটস্থ পশ্চিম আনিছ বাড়ির মৃত আবু বকরের ছেলে।

জানা যায়, নলুয়ার হাঙ্গরমুখ বাজারের পাশে ফাঁকা জায়গায় গুলির শব্দ শুনা যায়।পরে কয়েকজন এসে ইউপি সদস্য মোরশেদুল আলমের উপর হামলা চালায়।এমতাবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল সাতকানিয়া আলফায় পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় গ্রাম পুলিশ মোনায়েম জানায়, রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে হাঙ্গরমুখ বাজারে চায়ের দোকানে লোহার হাতুড়ি দিয়ে মেম্বার মোরশেদের উপর কয়েকজন হামলা চালায়।পরে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে খবর পেলে পুলিশ এসে তদন্ত করে।

এই বিষয়ে জানার জন্য সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলামকে বেশ কয়েকবার কল করার পরও কল রিসিভ হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার তদন্ত ওসি মোঃ আঃ মুন্নাফ জানান, রাতে নলুয়ায় মারধরের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.