× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামির সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রংপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর ঐতিহাসিক পাবলিক লাইব্রেরী মাঠ থেকে জেলা ও মহানগর জামায়াতে ইসলামির উদ্যোগে দলের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিল বের হয়। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের ছবি সম্বলিত ফেষ্টুন প্লাকার্ডসহ কয়েককিলোমিটার জুড়ে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন নেতাকর্মীরা। 

বিক্ষোভ মিছিলের আগে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামির সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের আমীর এটিএম আজম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক মমতাজ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলার আমীর গোলাম রব্বানীসহ স্থানীয় ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। 

এসময় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ সরকার না থাকলেও তার সময় ক্যাঙ্গারু বিচারব্যবস্থার মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ কারান্তরীন রয়েছে। অথচ ৫ আগস্টের পর দেশ ফ্যাসিজম মুক্ত হওয়ার পর অনেকেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। তবে জামায়াতের এই নেতাকে মুক্তি দেওয়া হচ্ছে না। বক্তারা, দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত ও দলীয় নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.