কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মহিলা দলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত টুর্নামেন্টের পৃষ্ঠপোষক দৌলতপুর উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আলতাব হোসেন।
উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মো.আবিদ হাসান (মন্টি সরকার) এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল,যুগ্ম সম্পাদক রমজান আলী,যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সাবেক চেয়ারম্যান আকবর আলী,সদস্য মো. বাদল হোসেন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুনতাজ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান। আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা কল্যাণ ট্রাস্ট বড়গাংদিয়ার সৌজন্যে টুর্নামেন্টে অংশ নেন জয়পুরহাট ফুটবল একাডেমি বনাম রাজশাহী ফুটবল একাদশ।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক দৌলতপুর উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা বলেন, দৌলত উপজেলা সীমান্তবর্তী উপজেলা হাওয়াই এই উপজেলায় মাদকের আগ্রাসন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর সাথে জড়িত রয়েছে এই উপজেলার অর্থলোভী কিছু নামধারী নেতা। তাই এই উপজেলার যুবসমাজ যেন কোন অবস্থাতেই মাদকে আসক্ত না হয় তার জন্য নিয়মিত উপজেলার বিভিন্ন অঞ্চলে আমি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছি।
কারণ একমাত্র খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করা যাবে। আর তাই আগামী দিনেও এই খেলাধুলার মধ্য রেখে মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে আমি আমার সাধ্যমত রক্ষা করার চেষ্টা করব।