× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রংপুরে অটোরিকশার ধাক্কায় দারুল জান্নাত দিনা (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুর্ঘনার শিকার হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। 

আজ (১৯ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জান্নাত নগরীর মাহিগঞ্জ আমতলা বিদ্যাপীঠ ও কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী। ওই শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার স্কুলের সহপাঠি, শিক্ষকসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। পরবর্তিতে মাহিগঞ্জ-পাওটানা সড়কে গতিরোধক ও ট্রাফিক সাইন স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আমতলা এলাকার দোলন মিয়ার মেয়ে দারুল জান্নাত মঙ্গলবার দুপুরে টিফিন শেষে বাসা থেকে স্কুলে ফেরার পথে মাহিগঞ্জ-পাওটানা সড়কে অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনার পরপরই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা ছুটে এসে জান্নাতকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। শিক্ষার্থী মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার স্কুলের সহপাঠি, শিক্ষকসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। পরে উত্তেজিত শিক্ষার্থী ও এলাকাবাসী সড়কে গতিরোধক, ট্রাফিক সাইন স্থাপনসহ ঘাতক অটোচালকের শাস্তির দাবিতে আমতলা মোড়ে রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় আন্দোলনের কারণে রাস্তার দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আমতলা বিদ্যাপিঠ ও কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, জান্নাত আমার প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অবিলম্বে ঘাতক অটোচালকের শাস্তিসহ নিরাপদ সড়কের দাবি জানাচ্ছি।

মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীসহ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.