× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ায় মাতামুহুরি নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মো. কামাল উদ্দিন, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি।

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে বদরখালী নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। আজ বুধবার সকাল নয়টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম মোহাম্মদ হাসান মুরাদ ওরফে মানিক (২৮)। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে। হাসান মুরাদের পরিবারের লোকজন বলেন, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে এক ব্যক্তি হাসান মুরাদকে ঘর থেকে ডেকে বের করেন। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন। ফোন বন্ধ থাকায় বিভিন্ন জায়গায় খোঁজও নেন পরিবারের সদস্যরা। এরমধ্যে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে খবর পান বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদীতে একটি লাশ ভাসছে।

পরে হাসান মুরাদের বাবা জসিম উদ্দিন ঘটনস্থলে গিয়ে লাশটি তাঁর ছেলের বলে সনাক্ত করেন। রাত নয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহতের বাবা জসিম উদ্দিন বলেন, তাঁর ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা স্পষ্ট না করলেও তিনি বলেন, টাকা সংক্রান্ত ঝামেলার কারণে তাঁর ছেলেকে মেরে ফেলা হয়েছে। তাঁর দাবি, ছেলের শরীরে একাধিক মারধর ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এতে দেখা যায়, কোমরের নিচে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া আর কোথাও তেমন আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায় নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.