ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাও ইউনিয়নের বটতলা বাজারের টেন্ডার দাখিল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১জন আহত হয়।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকালে মুক্তাগাছা উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে। এ ঘটনায় আহত বিএনপি নেতা আব্দুল মান্নান মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ জানা যায়, গত ২৭ জানুয়ারি মুক্তাগাছা উপজেলার ২৩টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। ১৮ ফেব্রুয়ারী ছিলো দরপত্র দাখিলের শেষ দিন। এগুলোর মধ্যে পোড়াবাড়ী বটতলা বাজারের হাটকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আব্দুল মান্নান (৫৫) গুরুতর আহত হন।
আহত আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, আমরা বটতলা বাজারের টেন্ডার জমা দিতে যায়। এসময় উপজেলার সামনে দাওগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি মুনছুর আলী, তার ছেলে আরিফ, আবুল হাসেমরা আমাকে মেরে আহত করে।
উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান খান রতন সাংবাদিকদের বলেন, আমি ময়মনসিংহে ছিলাম। মুক্তাগাছা এসে মারামারি ঘটনা জানতে পারি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা বিস্তারিত জানতে পারেনি।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, টেন্ডার জমা নিয়ে মারামারির অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম জানান, আমি বিকেলে অফিসেই ছিলাম। তবে এখানে মারামারির কোন ঘটনা ঘটেনি।