× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীয়ায় নদী পূনঃখননের মাটি পূনঃনিলামে উঠছে

এম এ কালাম, ময়মনসিংহ

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা আখিলা নদী পূঃখনন করছে পানি উন্নয়ন বোর্ড। নদীর পাড়ে রাখা মাটি নিয়ে কৃষকরা যেমন বেকায়দায় পড়েছেন তেমনি বেকাদায় পড়ে ছিলেন স্থানীয়ন প্রশাসন।

বিভিন্ন সময় মাটি বিনাঅনুমতিতে এক শ্রেনীর মানুষ ইটভাটায় নিয়ে যাচ্ছিলেন। এসব থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসন নদীর পাড়ে রাখা মাটির মধ্যে ১০ লাখ ১১ হাজার ঘনফুট মাটি বিক্রির জন্য টেন্ডার আহবান করেন। বুধবার ছিল টেন্ডারের লটারী।

একজন প্রার্থী থাকায় ৩লাখ ৪৩ হাজার টাকায় কিনে নেন জনৈক ব্যক্তি। পরে সেই জনৈক ব্যক্তি নদীর পাড় থেকে এই মূহুর্তে মাটি নেয়া সম্ভব নয় বলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামকে জানিয়ে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

তিনি জানান, বোরো আবাদের জন্য মানুষ নদীর দুই পাড়ের ক্ষেত পানি দিয়ে ভিজিয়ে ফেলেছে কোথাও বোরো ধান রোপন করে ফেলেছে এ কারনে তার পক্ষে মাটি কেনা সম্ভব নয় বলে মোবাইলে জানিয়েছেন। তবে তিনি জানান, নদীর পাড়ের মাটি বিক্রির জন্য পূনঃ নিলাম বিজ্ঞপ্তি দিতে হবে।

নদীর পাড়ের মানুষরা জানান, নদী পূনঃখনন করে মাটি তীরে বিক্ষিপ্ত ভাবে ফেলে রাখা হয়েছে। এ কারনে নদীর দুই পাড়ে মানুষ ফসল আবাদ করতে পারছেন না। বোরো আবাদের জন্য নদীর দুই পাড়ের মানুষ জমিতে সেচ দিয়েছে এখন আর মাটি বিক্রি করা সম্ভব হবে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.