× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি।

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামের নেতাকর্মীরা । 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় লঞ্চঘাট এলাকায় ফিরে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার আমির অধ্যাপক রেজাউল করীম বলেন ইউনুস সরকার ভুলে গিয়েছে তার সরকার বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকার, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবেনা, তাই আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠন করা হয়েছে।

অথচ ৬ মাস ১০ দিন অতিবাহিত হওয়ার পরেও জামায়াতে ইসলামের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। এই সরকার এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যবস্থা করেন নাই। আজহারুল ইসলামকে অচিরেই মুক্তি দিয়ে তারা প্রমাণ করুক তারা বৈষম্য তৈরি করছে না ।

এ সময় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন জেলা আমির মওলানা আব্দুল হামিদ, জেলা জামায়াতের সাবেক আমির এ্যাডভোকেট আজমল হোসেন সরদার সহ আরো অনেকে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.