রংপুরের বদরগঞ্জে ‘ডেভিল হান্ট’ অপারেশন অভিযানে পৌরশহরের এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী মাইদুল ইসলাম পিল্লু কে দুই পিস ইয়াবা সহ আটক হয়েছে। অপরদিকে গত সোমবার গোপিনাথপুর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফার রহমান কে আটক করেছে পুলিশ।
বদরগঞ্জ থানার (ওসি) এ কে এম আতিকুর রহমান জানান, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনা করা হচ্ছে। গত সোমবার ও মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, গত সোমবার সন্ধ্যায় গোপিনাথপুর ইউনিয়নে অভিযান পরিচালনাকালে আওয়ামী লীগের নেতা লুৎফর রহমানকে (৪৪) ও গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বদরগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে মাইদুল ইসলাম (ওরফে) পিল্লু কে আটক করা হয়।আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর আদালতে পাঠানো হয়েছে।