১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ জুয়েল মন্ডল(৩২)কে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশের এসআই আছাদুজ্জামান।
আজ (১৯ ফেব্রুয়ারী) রাত ১২ টা ৫ মিনিটে মাহমুদপুর বাজার এলাকা তাকে গ্রেফতার করা হয়। তিনি মেলান্দহ উপজেলার মাহমুদ বাজার এলাকার সুমন মন্ডল@সম মেম্বার এর ছেলে।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত ডিবির ওসি নাজমুস সাকিব জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় প্রতিনিয়ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছে জামালপুর ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই এসআই মোঃ আসাদুজ্জামান মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজার সংলগ্ন মোঃ জুয়েল মন্ডল(৩২) এর বাড়ীতে অভিযান পরিচালনা করে।
এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জামালপুর ডিবি পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।