× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা আটক ১

মোস্তাফিজুর রহমান বদরগঞ্জ রংপুর প্রতিনিধি ।

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরের বদরগঞ্জে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রী (১১) কে শ্লীলতাহানির চেষ্টায় মজিদুল হক (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা কনকচন্দ্র সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, রামনাথপুর ইউনিয়নের কিসমত ঘাটাবিল পাশারীপাড়া এলাকায় গতকাল (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে স্থানীয় প্রাইমারি স্কুল থেকে টিফিনের সময় বাড়ি যাওয়ার পথে ভুট্টা খেতে উৎপাতে থাকা একই ইউনিয়নের নতুন বাবু পাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মজিদুল হক ওই স্কুল ছাত্রীর হাত ধরে ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং স্পর্শকতার স্থানে হাত দিয়ে যৌন পীড়ন ঘটায়। ঘটনাস্থলে স্কুলছাত্রী ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করেন মজিদুলকে। স্থানীয়রা পরে বদরগঞ্জ থানা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় নিয়ে আসেন।

স্কুল ছাত্রীর বাবা কনকচন্দ্র সরকার বলেন, গতকাল আমার মেয়ে টিফিনের সময় বাড়ি আসার পথে নতুন বাউল পাড়া গ্রামের মজিদুল নামের এক ছেলে আমার মেয়ের হাত ধরে টেনে ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মেয়ের ডাক চিৎকারে আশ পাশের লোক এগিয়ে গেলে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। আশপাশের লোকজন তাকে আটক করে রেখেছিল। পরে পুলিশ এসে থানায় নিয়ে গেছে।ওই ছেলের পূর্ব একটা এরকম ঘটনা রয়েছে সে জেল ও খেটেছে।আমি সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত মজিদুল হকের বাবা সাদেক আলী বলেন, আমার ছেলে মজিদুলের মাথার সমস্যা। গতকাল আমার জমির পাশে কি ঘটেছিল আমি জানিনা। পুলিশ তাকে থানায় নিয়ে গেছে।

বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান জানান, স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে মজিদুল। স্কুল ছাত্রী বাবা থানায় মামলা দায়ের করেছেন। আটক মজিদুল কে রংপুর আদালতে মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.