× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিরোজপুর সদর উপজেলা ও পৌর ইউনিট স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

এম এ মুন্না, পিরোজপুর প্রতিনিধি।

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

পিরোজপুর জেলা বিএনপির ১৯ ফেব্রুয়ারির জনসভা সফল করার লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলা ও পৌর ইউনিট স্বেচ্ছাসেবক দলের কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ তোহিদুল ইসলাম সঞ্চালনায় এবং যুগ্ম আহবায়ক মোঃ নাদিম শেখ এর সার্বিক সহযোগিতায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাছির উদ্দিন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা বাবু, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম, সদস্য মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম এ মাসুদ হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম স্বজলসহ পৌর স্বেচ্ছাসেবক দল ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করতে এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আসন্ন জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, জনসভাকে সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় দলীয় কর্মসূচি নির্ধারণের পাশাপাশি জনসভার সফল বাস্তবায়নের জন্য স্বেচ্ছাসেবকদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। আলোচনা শেষে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.