জেলার ইসলামপুরে উপজেলার যমুনার দূর্ঘমচর চেঙ্গানিয়া জমি সংক্রান্ত বিরোধের জেরধরে দুই পক্ষের সংর্ঘষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আজ (১৯ ফেব্রুয়ারী) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসিরা জানায়, উপজেলার যমুনার দূর্ঘম দ্বীপচর চেঙ্গানিয়া এলাকার বাসিন্দা ইউপি সদস্য মেহের আলী এর সাথে আলাউদ্দিন,সোনা,ফজর আলী গংদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
১৯ ফেব্রুয়ারী (বুধবার) সকালে ইউপি সদস্য মেহের আলীর পক্ষের লোকজন ইরি-বোরো আবাদের জন্য চাষাবাদ করতে গেলে আলাউদ্দিনের নির্দ্দেশে,সোনা,ফজর আলী,আফর আলী,সোলাইমান গংরা রাম দা,লাঠিসোড়া নিয়ে অতর্কিতে হামলা চালায়। ওই হামলায় মেহের আলীর পুত্র মাজেদ আলী(২২)গফুর পরামাণিকের পুত্র আজিজুল হক(৬০)সাত্তার পরামাণিকের পুত্র মাজহারুল হক(২০)সাবিন(২৭) ও সবুজ(৩০) নামে কমপক্ষে ৫জন মারাত্বক আহত হয় ।
তাদের আত্মচিৎকারে এলাকাবাসিরা ছুটে এসে মুমুর্ষবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে মাজেদ আলী,আজিজুল হক ও মাজহারুল হকের অবস্থা চরম অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
জামালপুর জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি বলেন এই মুহুর্তে রোগির অবস্থা আশংকা জনক তাই কিছু বলা যাবে না বলে জানান।
এ ব্যাপারে ইউপি সদস্য মেহের আলীর জানান,আমি এবং আমার পরিবারের সদস্যদের তারা দীর্ঘদিন যাবত প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। আজ তারা হত্যার উর্দ্দেশ্যে খুন জখম করেছে।
এ সংক্রান্ত বিষয়ে আলা উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।