× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেট ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় জৈন্তাপুরের যুবক নিহত

সাইফুল ইসলাম বাবু ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেটের ওসমানীনগরে ঢাকা সিলেট মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম নজরুল ইসলাম (৩৩)। তিনি জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত আসামপাড়া গ্রামের লাল মিয়ার ছোট পুত্র। সে পেশায় একজন ট্রাকচালক।

নিহত নজরুলের সহকর্মী ওমর ফারুখ জানান, বুধবার রাতে নজরুল ও আব্দুস সালাম নামে দুইজন তাদের পাথর বোঝাই দুইটি  ট্রাক নিয়ে মৌলভীবাজার শেরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
পথিমধ্যে তাদের ট্রাক দুইটি ওসমানীনগর গোয়ালাবাজার এলাকায় এসে পৌছালে সালামের পাথর বোঝাই ট্রাকের একটি চাকা বিস্ফোরিত হয়ে ফেটে যায়। তখন নতুন চাকা লাগানোর জন্য নিহত নজরুল সালামকে সাহায্য করতে ট্রাক থামিয়ে নেমে আসে।

এক পর্যায়ে নজরুল নতুন চাকার নাটবল্টু লাগানোর সময় হঠাৎ করে আরেকটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাকা লাগানো অবস্থায় ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে পাশের খাঁদে পড়ে যায়। তাৎক্ষণিক চাকার নিকটে থাকা নজরুল ইসলামের উপরে ট্রাকটি উঠে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে জৈন্তাপুর ট্রাক, পিকআপ কাভার্ড ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক জামাল আহমেদ জানান, রাতে নিহত নজরুলের মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ২:০০ ঘটিকায় তার মরদেহের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট তা হস্তান্তর করা হয়েছে। আজ বাদ মাগরিব আসামপাড়ায় তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো আবু তাহের দেওয়ান। তিনি জানান, সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ঘাতক ট্রাকটিকে পুলিশের হেফাজতে আনা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.