× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাটে আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

মিজানুর রহমান মিজান,লালমনিরহাট প্রতিনিধি।

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)র জেলা সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়ছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ (বিভিএম,পিভিএমএস)।
মুখ্য আলোচক ছিলেন ২৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান তিনি বলেন, সামাজিক ও নিরাপত্তার কাজে আনসাররা পুলিশকে সহোযোগিতা করে আসছেন।  লালমনিরহাট জেলায় শীতবস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন সহ অন্যান্য কাজে আনসার ভুমিকা রাখছেন।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক এ এইচ এম মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। আলোচনা শেষে আনসার ও ভিডিপির বিশেষ কার্যক্রমের অবদান রাখার জন্য ২শত২ জনকে বিশেষ পুরষ্কার দেওয়া হয়।
এতে লালমনিরহাট আনসার ও ভিডিপির ৩ শতাধিক সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্য আনসার  ভিডিপির রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, বিভিএম,পিভিএমএস তিনি বলেন, দূর্গাপূজা, নির্বাচন  বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আনসার'রা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আনসার সদস্যরা দেশের ক্রান্তি লগ্নে কাজ করে যাচ্ছে।  এই সুনাম ধরে  রাখতে আনসার সদস্যদের সততার সহিত কাজ করে যাওয়ার আহবান জানান

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.