লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)র জেলা সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়ছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ (বিভিএম,পিভিএমএস)।
মুখ্য আলোচক ছিলেন ২৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান তিনি বলেন, সামাজিক ও নিরাপত্তার কাজে আনসাররা পুলিশকে সহোযোগিতা করে আসছেন। লালমনিরহাট জেলায় শীতবস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন সহ অন্যান্য কাজে আনসার ভুমিকা রাখছেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক এ এইচ এম মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। আলোচনা শেষে আনসার ও ভিডিপির বিশেষ কার্যক্রমের অবদান রাখার জন্য ২শত২ জনকে বিশেষ পুরষ্কার দেওয়া হয়।
এতে লালমনিরহাট আনসার ও ভিডিপির ৩ শতাধিক সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, বিভিএম,পিভিএমএস। তিনি বলেন, দূর্গাপূজা, নির্বাচন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আনসার'রা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আনসার সদস্যরা দেশের ক্রান্তি লগ্নে কাজ করে যাচ্ছে। এই সুনাম ধরে রাখতে আনসার সদস্যদের সততার সহিত কাজ করে যাওয়ার আহবান জানান।