× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালিয়াকৈরে চাচি-ভাতিজার সম্পর্ক নিয়ে উত্তেজনা, আটক দুইজন

মো. মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া চাপুরিয়া এলাকায় চাচি-ভাতিজার অনৈতিক সম্পর্কের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। যদিও বিষয়টি নিয়ে আগে প্রকাশ্যে কেউ কিছু বলতে সাহস করেনি, তবে গতকাল (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে এলাকাবাসী তাদের একসঙ্গে দেখতে পান। এতে ক্ষুব্ধ জনতা তাদের আটক করে এবং গণ্যমান্য ব্যক্তিদের খবর দেন।

পরে স্থানীয় জনপ্রতিনিধিরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সামাজিকভাবে বিষয়টির সমাধানের উদ্যোগ নেন।

এলাকাবাসীরা জানান, এ ধরনের অনৈতিক সম্পর্ক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তারা।

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.