× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে যুবদলের ৩ নেতা বহিস্কার

এম এ কালাম,ময়মনসিংহ

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

শিল্পাঞ্চলখ্যাত ময়মনসিংহের ভালুকা উপজেলার শিল্পপ্রতিষ্ঠানে দখলবাজি ও পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি রিয়াজুল কবীর মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন—দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, হবিরবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান প্রধান।
এর আগে, এদিন সকালে কেন্দ্রীয় যুবদল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদল নেতাদের বহিষ্কার করার বিষয়টি জানায়।

রিয়াজুল কবীর মামুন বলেন, পেশিশক্তি প্রদর্শনপূর্বক দখলবাজিতে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টে দোষী সাব্যস্ত হওয়ায় তিন যুবদল নেতার প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.