× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বেঁদে সর্দারসহ আহত-৩

মাদারীপুর প্রতিনিধি।

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বেঁদে পল্লীর সর্দারসহ তিনজন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও বেদেপল্লী সূত্রে জানাগেছে, পৌর ২নং এলাকার চরঠেঙ্গামারা বেঁদে পল্লীর সর্দার মনিরের সঙ্গে বেঁদে বাবু সরদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। এর জের ধরে বাবু সরদারের নেতৃত্বে সম্রাট, আসিফ ও কামাল সরদারসহ কয়েকজন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে কালকিনি মাছবাজার বটতলা স্থানে বসে বাবু সরদার, সম্রাট ও কামাল সরদার মিলে রাম দা দিয়ে বেদে সরদার মনির (৪৫), জোবায়ের (১৯), রাজ্জাক মুন্সিকে (৫০) কুপিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। জোবায়েরের অবস্থা অবনতি হলে তাকে বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং রাজ্জাক মুন্সি কে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত মনিরের স্ত্রী কনক বেগম বলেন, আমার স্বামীকে কুপিয়ে আহত করেছে বাবু, সম্রাট ও কামাল। আমি হামলাকারীদের বিচার চাই।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত বাবু, কামাল ও সম্রাটকে এলাকায় পাওয়া যায়নি। তারা গা ঢাকা দিয়েছে।

এ বিষয় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে বিষয়টি দেখা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.