× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার-৪

মো. মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরের কালিয়াকৈরে আদালতের জব্দকৃত মালামাল লুটের চেষ্টার সময় চার প্রতারককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে।  

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার আক্কেল আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮), নেত্রকোনার শফিউদ্দিন এর ছেলে সাইফুল (৪০), ঢাকার পুরান পল্টনের মৃত জসীমউদ্দীনের ছেলে ফেরদৌস আহম্মেদ (২৯), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্ডারা এলাকার সোনামিয়ার ছেলে তুষার মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার আলেশা মার্টের গোডাউনে আদালতের নির্দেশে জব্দকৃত কিছু মালামাল সংরক্ষিত ছিল। বৃহস্পতিবার রাতে চার ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই গোডাউনে প্রবেশ করে। এরপর তারা সেখানে থাকা মালামাল পিকআপে তোলার চেষ্টা করে। তবে, তাদের কাছে আদালতের কোনো বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। সন্দেহের একপর্যায়ে স্থানীয়রা তাদের ঘিরে ফেলেন এবং আটক করে।  

পরবর্তীতে স্থানীয়রা মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দিলে এসআই ফজলু ও এসআই সামাদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার প্রতারককে গ্রেপ্তার করেন।  

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে আদালতের জব্দকৃত মালামাল লুটের চেষ্টা করছিল। তবে স্থানীয়দের সক্রিয় ভূমিকার কারণে তারা ধরা পড়ে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.