কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ, প্রবীণ বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. বিল্লাল হোসেন।
এসময়, বিদ্যালয়টির অ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শামীম রেজা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউপি'র সাবেক চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা সহ সিরাজুল ইসলাম, সাইদুল রহমান ও একরামুল হক।
এসময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ নানা স্তরের লোকজন অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তোলে।