ছবিঃ সংবাদ সারাবেলা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জ এর উপমহাপরিচালক আশীষ কুমার ভট্টাচার্য, বিভিএমএস বলেছেন, আভ্যন্তরীন আইন শৃংখলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ডে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা সক্রিয় ভুমিকা রেখে আসছেন। তিনি বলেন, এ বাহিনীর সদস্যরা জনগণের সবার কাজ সহজীকিকরণের জন্য এবং জাতি গঠনে কাজ করে থাকেন। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় তারাই অগ্রনায়কের ভূমিকা পালন করছেন।
দেশের সার্বিক নিরাপত্তা রক্ষায় বিশেষ করে পাহাড়ি অঞ্চলেও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন এ বাহিনীর সদস্যরা।
উপমহাপরিচালক আরো বলেন, আমাদের সদস্যরা দেশের এবং জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে দেশের ক্রান্তিকালে কাজ করে যাচ্ছেন। ৫ আগষ্ট পরবর্তী সময়ে বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্র আমরা অনেক উদ্ধার করেছি। শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তারা প্রশংসনীয় কাজ করছেন। করোনা ভাইরাসের সময়ও আমাদের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন।
সার্বিক কর্মকান্ডের এই ধারাবাহিকতা রক্ষায় মহাপরিচালকের নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরো যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এজন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরা সাবলম্বী হবেন এবং সুখি সমৃদ্ধ দেশ গড়ায় অবদান রাখছেন।
রাজশাহী রেঞ্জের পরিচালক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান, এনএসআই এর উপপরিচালক মো. তৌফিক ইকবাল, গণপুর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদ কবির।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম। সমাবেশে সঞ্চালনা করেন আটঘরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানা। সমাবেশে দলপতিদের মধ্য থেকে দোগাছি ইউনিয়ন দলপতি মো: রেজাউল করিম,ফরিদপুর পৌরসভার ওয়ার্ড দলনেত্রী পাখিয়ারা খাতুন, প্রকল্প প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী আটঘরিয়ার ভিডিপি সদস্য মো. সেলিম হোসেন এবং আর্থ-সামাজিক উন্নয়নে ভুমিকা পালনকারী ঈশ্বরদীর ভিডিপি সদস্য মুক্তা রানী কর্মকার বক্তব্য দেন।
সমাবেশে আনসার কমান্ডার, দলপতি- দলনেত্রীসহ ২০ সদস্য- সদস্যাকে সেলাই মেশিন, বাইসাইকেলসহ বিভিন্ন সামগ্রী পুরস্কার দেয়া হয়। এর আগে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে সমাবেশের সুচনা করেন। সমাবেশে ৩ শতাধিক সদস্য সদস্যা অংশ নেন। সমাবেশে পাবনার সহকারি জেলা কমান্ড্যান্ট তৌহিদুল ইসলাম, সার্কেল অ্যাডজুটেন্ট মো. আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাসিনুর রহমান আলাল, মো: চাঁদ আলীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh