× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে কমিউনিটি ক্লিনিকে তালা, সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ

বাগেরহাট প্রতিনিধি ।

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষ খালি কমিউনিটি ক্লিনিকে হামলা ও ভাংচুরের পর তালা ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ (২০ ফেব্রুয়ারি) সকালে বিষখালি গ্রামের দীপা বালা দাস ও তার স্বামী বাদল দাস এ ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী জানান। সাধারন মানুষের নামে একের পর এক মিথ্যা মামলা, জমি দখল, ৯০ বছরের বৃদ্ধা শাশুড়িকে ঘর থেকে বের করে দেওয়াসহ একাধিক অভিযোগ রয়েছে দীপা ও তার স্বামীর বিরুদ্ধে।

তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইতিমধ্যে ইতিমধ্যে এলাকা ছাড়া হয়েছেন । দিনের পর দিন এসব অপকর্ম করেও প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় হতাশ হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। 


স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে দিপা বালা দাস ও তার স্বামী বাদল দাস কমিউনিটি ক্লিনিকে এসে তালা ঝুলিয়ে দেয়। তারা দীর্ঘক্ষণ কমিউনিটি ক্লিনিকের সামনে অবস্থান করে। ক্লিনিকের সামনে কর্মকর্তা, কর্মচারী ও রোগীরা সেবা নিতে আসলে তাদেরকে ফিরিয়ে দেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ক্লিনিক এর কর্মকর্তা সোমারানি দাসকে গালিগালাজ করে ও মারধর করতে উদ্যত হয়। একপর্যায়ে সোমা রানী দাসকে হুমকি দিয়ে বলে কমিউনিটি ক্লিনিক এর ভিতরে প্রবেশ করলে তোর পায়ের রগ কেটে দেওয়া হবে। সেই থেকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে সোমা রানী দাস। 

ইতিপূর্বে একবার দীপা বালা দাস কমিউনিটি ক্লিনিক ভাঙচুর করে ও সোমারানী দাসকে ক্লিনিকের ভিতরে অবরুদ্ধ করে রাখে। খবর শুনে সংবাদ কর্মী উপস্থিত হলে দিপা বালা দাস সাংবাদিকদের সাথে অসদাচরণ করে ও প্রান নাশের হুমকি দেয়। একাধিক সংবাদ কর্মী জানান, সাংবাদিকদের হুমকি ও গালিগালাজ করার বিষয়ে নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। 

দীপা বালা দাস একজন মামলাবাজ সে বিভিন্ন অপকর্মের সাথে  জড়িত। প্রশাসন যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে, তবে অসংখ্য  মানুষ হয়রানির শিকার হবে। সে সরকারি প্রতিষ্ঠানে হামলা করেছে, সাধারণ মানুষকে সেবা থেকে বঞ্চিত করেছে, দ্রুত তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

এ বিষয়ে বাগেরহাটের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, বিষখালি কমিউনিটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহারের সব তথ্য আমরা নিয়েছি। সঠিক তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.