× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীতে গর্বিত মাতা-পিতারা পেলেন নিক্বণ সম্মাননা

শফিকুল আলম ইমন, মহানগর রাজশাহী প্রতিনিধি।

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

উত্তরবঙ্গে নৃত্য শিল্পের জনক খ্যাত নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর আয়োজনে বসন্ত বরণ ও গর্বিত মাতা-পিতা সম্মাননা স্মারক প্রদান  অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইকবাল মতিন, রাজশাহী কলেজ বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শিখা সরকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের, বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনা মো: নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক। এতে সভাপতিত্ব করেন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নৃত্যগুরু হাসিব পান্না। 

রাজশাহী নগরীর নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর নিজস্ব মিলনায়তনে নিক্বণের শিক্ষার্থীরা আহা আজি এ বসন্তে, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙ্গিন পাখা, আজি দক্ষিণ দূয়ার খোলা সহ বিভিন্ন বসন্তের গানে বাসন্তী সাঁজে মনোমুগ্ধকর একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন। এ সময় রাজশাহীর সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের একাংশ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.