মাদারীপুর সদর উপজেলায় এডিপির অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। আজ (২০ ফেব্রæয়ারী) দুপুরে ঝাউদি ইউনিয়নের ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে স্কুল ড্রেস বিতরণ করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।
এসময় জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার বলেন, আমরা জানি শহরের স্কুলগুলোতে ভালো ভালো স্কুল ড্রেস পড়ে। কিন্তু গ্রামের স্কুলগুলোতে ভালো ড্রেস পড়তে পারে না। তাই গ্রামের স্কুলগুলোতে বিন্যামূল্যে ড্রেস বিতরণ করার উদ্যোগ নিয়েছে সরকার। আমরা চাই পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা এগিয়ে যাক, তারা শিক্ষার আলো পাক। এ রকম উদ্যোগ শিক্ষা বিস্তারে ভ‚মিকা পালন করার পাশাপাশি শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করবে। এসময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর খাবার খেতে ও স্কুলে আসার পরামর্শ দেন এবং প্রত্যেক মাকে বাড়িতে হাঁসমুরগী ও গরু ছাগল পালন করার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা শিক্ষা অফিসার কামরুল হাসান, ১৭নং চরকুলপদ্বী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আক্তার, ১৯০ নং চর ব্রাহ্মন্দী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুননাহার, ২১নং হোগলপাতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন ও ৪নং হাজির হাওলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ঝাউদি ইউনিয়নের ৩নং ইউপি সদস্য বোরহান মোল্লা, সহকারী শিক্ষক, শিক্ষার্থী সহ অন্যরা।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব বলেন, আগামী তিন বছর মাদারীপুর সদর উপজেলার ১৫টি স্কুলের ৬ হাজার শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হবে। এই কার্যক্রম আগামী তিন বছর চলমান থাকবে।