× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টিকটক করতে নিষেধ করায় কালিগঞ্জে এক সন্তানের জননীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধ।

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

টিকটক করা কেন্দ্র করে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ওই নারীর নাম রাবেয়া খাতুন (২২) । সে সাতক্ষীরার কালীগঞ্জের দুদলী গ্রামের সাইদুল ইসলাম গাজীর স্ত্রী।

প্রতিবেশীদের বরাতে জানা যায়, ১৯ শে ফেব্রুয়ারি বুধবার রাবেয়া খাতুন (২২) আত্মহত্যা করেছেন। মোবাইলে টিকটক করাকে কেন্দ্র করে কিছু দিন ধরে তার স্বামীর সাথে ঝামেলা চলে আসছিল। কোন রকম ঝামেলা হলেই ওই নারী পিতার বাড়ি চেলে যান। এ নিয়ে বিভিন্ন সময়ে সংসারে অশান্তি লেগেই থাকতো। বুধবার রাতে ইঞ্জিন ভ্যানচালক সাইদুর ইসলাম বাড়িতে ফিরলে। ফেসবুক এবং টিকটক নিয়ে স্ত্রী রাবেয়ার সাথে কথা কাটাকাটি শুরু হয়।

স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া শুরু হলে রাবেয়া খাতুন, স্বামী সাইদুল ইসলাম (২৫) এবং পুত্র সন্তান রোহান গাজী (৩) কে রেখে পাশের রুমের দরজার ভিতর থেকে আটকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তাদের। পরে বিষয়টি জানতে পেরে দুদলী ৮ ওয়ার্ডের ইউপি সদস্য জিএম আব্দুল জলিল তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করেন।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, লাশের গায়ে কোন প্রকার আঘাত কিংবা দাগ পাওয়া যায়নি। শুধুমাত্র আত্মহত্যার জন্য ব্যবহৃত গলায় ওড়না প্যাঁচানো দাগ আছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, দুদলী গ্রামে একজন নারী গলায় রশি দিয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছি। আপাতত কালিগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.