× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

দীঘিনালার অসহায় ও পিছিয়ে পড়া মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। আজ (২০ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা উপজেলার ৫ নং কবাখালী ইউনিয়নের ০১ ওয়ার্ডের বাবুছড়া উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জোন অধিনায়কের নির্দেশনায় আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে পাহাড়ি ও বাঙালি মিলিয়ে ৩৮০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম বলেন, "সেনাবাহিনীর পক্ষ থেকে পিছিয়ে পড়া ও অসহায় নারী, পুরুষ ও শিশুদের জন্য চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।"

এ বিষয়ে বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী একটি কার্যক্রম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.