× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরার কপোতাক্ষ নদীতে ৬২ কেজি হরিণের মাংস জব্দ

মীর খায়রুল আলম, সাতক্ষীরা প্রতিনিধি।

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৬ পিএম । আপডেটঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

সুন্দরবনে হরিণ শিকার করে মাংস সিলেকুটে লোকালয়ে আনার সময় গোপন সংবাদো ভিত্তিতে আংটিহারা কোষ্টগার্ড ও কোবাতক বন অফিসের যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।

আজ (২২ ফেব্রুয়ারী) রাত আড়াইটার দিকে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদী থেকে হরিণের মাংস জব্দ করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা মালামাল ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি করে ৬২ কেজি হরিণের মাংস ও ১টি নৌকা সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দল।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে হরিণ শিকার করে কৌশলে লোকালয়ে আনার সময় জানতে পেরে দ্রুত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। কিন্তু তিনজন শিকারীকে আটক করা সম্ভব হয়নি। সুন্দরবনে হরিণ শিকার বন্ধে টহল জোরদার করা হয়েছে তিনি জানান। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.