× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অনলাইন আবেদনে ২৪ ঘন্টায় ভিসা মিলবে পাকিস্তানের: পাকিস্তান হাই কমিশনার

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ ব‌লেন,বাংলাদেশের যে কোন নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘন্টার মধ্যে ভিসা পাওয়া যাবে এ ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিষ্ট ভিসা, বিজনেস ভিসা কোনরকম ফি ছাড়াই পাওয়া যাবে বলে জানান তিনি। 

আজ (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান বাংলাদেশের মধ্যকার দুইদেশের ব্যবসা বানিজ্য প্রসার বিষয়ক আলোচনায় এ কথা বলেন তিনি।
 
পাকিস্তান হাই কমিশনার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের দুই দেশের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে। যে যে পণ্যের চাহিদা রয়েছে, সেই বিষয়গুলো যাচাই করার জন্য ব্যবসায়ীদের বলেন তিনি।রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য আমদানী-রপ্তানির ক্ষেত্রে কোন শুল্ক সুবিধা থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাকিস্তান সরকারকে এ বিষয়টি অবহিত করবেন বলে জানান তিনি। 

বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কুটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে ‍উন্নতর ও দৃঢ হচ্ছে। এই উন্নতিতে তিনি (মাশাআল্লাহ) খুশি বলে জানান। এসময় তিনি সম্পর্ক আরো দৃঢ হউক এই প্রত্যাশা করেন। 

আলোচনা শেষে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতৃবৃন্দের হাতে উপহার তুলে দেন। এসময় ব্যবসায়ী ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে ছবি তোলেন তিনি। 

এসময় রংপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের সভাপতি আকবর আলী, সহ-সভাপতি মামুন উর রশীদ মামুন, জামায়াতে ইসলামী জেলা আমিন গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আজম খান, সিনিয়র সাংবাদিক বাসসের মামুন ইসলাম, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, দৈনিক বায়ান্নর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, দৈনিক সংগ্রামের নুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক জুয়েল আহমেদসহ অন্যান্য সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.