× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাঙ্গুনিয়ায় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলায় প্রকাশনা উৎসব করেছে ইসলামী ছাত্রশিবির উত্তর রাঙ্গুনিয়া অঞ্চল। উৎসবে জুলাই বিপ্লব স্থিরচিত্র প্রদর্শনী, ছাত্রশিবিরের প্রকাশনাসহ নানান ধরনের সৃজনশীল শিক্ষা উপকরণ, শহীদ জসিম উদ্দিন স্টল ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত নামে দুটি স্টলে ইসলামি সাহিত্য ও নান্দনিক বিভিন্ন প্রকাশনা সামগ্রী প্রদর্শন করা হয়।

উপজেলার উত্তর রাঙ্গুনিয়া স্কুল সংলগ্ন বাস স্টেশন মাঠে (২৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের সহযোগিতায় ৫' শতাধিক মানুষের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করা হয়। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতায় আয়োজন করা হয়। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দেয়া হয়। 

উৎসব প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী। প্রকাশনা উৎসবের আহ্বায়ক মীর জাহেদ ও উত্তর রাঙ্গুনিয়া ছাত্র শিবিরের সভাপতি মঈনউদ্দিন'র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামির চট্রগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আবদুল জব্বার, চট্রগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রশিক্ষণ সম্পাদক ইলিয়াছ কোম্পানি, জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়া শাখার আমির মাওলানা হাসান মুরাদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শওকত হোসেন, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজের সাবেক শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম তালুকদার, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সদস্য সচিব মহিউদ্দিন বাবু, জামায়াতে ইসলামী লালানগর শাখার আমির হাফেজ নুরুল্লাহ, সেক্রেটারি শরীফ চৌধুরী, উপজেলার ছাত্রশিবিরের সভাপতি কুতুব উদ্দীন, আলমশাহপাড়া কামিল মাদ্রাসা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক ওয়াহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক আবদুল্লাহ মু ওসামা প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.