× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেনাবাহিনীর বাঘাইহাট জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

০৩ মার্চ ২০২৫, ১৭:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকান্ড পরবর্তী পূর্ণগঠন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী বাঘাইহাট জোন। 

আজ (০৩ মার্চ) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সেনা জোন সদরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মো. খায়রুল আমিন। 


তিনি বলেন, ‘অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাজেক ভ্যালিকে আবারো পূর্ণগঠনে কাজ করছে সেনাবাহিনী। সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান করার পরিকল্পনা করা হচ্ছে।’ পাশাপাশি স্থানীয়দের বসতঘর ও কর্মসংস্থান তৈরিতেও সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’


লেঃ কর্ণেল মোঃ খাইরুল আমিন বলেন, ‘পাহাড়ের পর্যটন বিকাশে সেনাবাহিনী, স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকসহ সরকারের বিভিন্ন দপ্তরের অবদান রয়েছে৷ সামনের দিনগুলোতেও সকল পক্ষের সহযোগীতায় একটি পরিকল্পিত পর্যটন হিসেবে সাজেক ভ্যালিকে সাজিয়ে তুলতে হবে।’


এ সময় স্থানীয় গণ্যমান্যদের বক্তব্যে সাজেকে পানির চৌবাচ্চা নির্মান, হাসপাতাল নির্মান, সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলতে সড়ক প্রসস্তকরণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জোর দাবী জানানো হয়। 


এ সময় বাঘাইহাট সেনা জোনের উপ- অধিনায়ক মেজর মোঃ ফয়সাল আমির তারেক, পিএসসি বাঘাইহাট সেনা জোনের মেজর মোঃ আবু নাঈম খন্দকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.