× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামালপুরে গ্রাম আদালত বিষয়ক অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি ।

০৩ মার্চ ২০২৫, ১৮:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামালপুরে গ্রাম আদালত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । 

আজ ( ৩ মার্চ)  সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক মাহফুজা রহমান ।  তিনি জানান, জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় শুরু হয়ে ৫ টায় শেষ হয়। জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত)  মৌসুমী খানম এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমন হোসেনের সঞ্চালনায় জেলা প্রশাসক হাছিনা বেগম প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

এ ছাড়াও বিশেষ অতিথির জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( শিক্ষানবিস)  মো: আনিছুর রহমান খান, গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক মাহফুজা রহমান প্রমুখ বক্তব্য রাখেন । 

এ সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি,  সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আলমগীর ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা,  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( শিক্ষানবিস) হাসিবুর রহমান সহ জামালপুর জেলার জেলার ৬৮ টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.