× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল

গাইবান্ধা প্রতিনিধি।

০৩ মার্চ ২০২৫, ১৯:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা কার্যালয়ের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন করা হয়। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হাসান নয়া মিয়া, বাংলাদেশ গার্মেন্টস ওনার্স অ্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নওশের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান এবং সুন্দরগঞ্জ উপজেলা আদর্শ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাকিল আহমেদ।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী সাধারণ সম্পাদক ইছা মো. আব্দুর রশিদ, নির্বাহী পরিষদ সদস্য খিজির উদ্দিন, আব্দুল ওয়াহাব, নুর আলম সরকার, ফারুক হোসেন, রোকনুজ্জামান সরকার, মমিনুল ইসলাম, রাশিদুল ইসলাম রাঙ্গা, মাহবুবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পবিত্র রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসে শ্রমিকদের উচিত নিজেদের নৈতিকতা ও কর্মসংস্কৃতির উন্নয়ন ঘটানো। রমজান ধৈর্য, ত্যাগ ও ঐক্যের শিক্ষা দেয়, যা শ্রমিকদের অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগায়।

তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন অফিস শ্রমজীবী মানুষের জন্য সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ, শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.